নিজস্ব প্রতিবেদক: সখীপুরে ২১০ পিস ইয়াবাসহ গাজীউর রহমান গাজী (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার হাতীবান্ধা এলাকার মাদক ব্যবসায়ী নাজির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে গাজীকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার জাফর আলীর ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী নাজির হোসেন ও তার স্ত্রী কনা আক্তার পালিয়ে যায়। এ সময় গ্রেপ্তার হওয়া গাজীর কাছ থেকে ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সখীপুর থানার এএসআই মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে সখীপুর থানায় নিয়মিত মামলা করা হয়েছে। রোববার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

-এসবি/সানি