- নিজস্ব প্রতিবেদক: সখীপুরে দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষদিন সোমবার ১১ জন চেয়ারম্যান পদ প্রার্থীসহ ১০৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, উপজেলার দাড়িয়াপুর ইউপিতে চেয়ারম্যান পদে মুহাম্মদ আনছার আলী আসিফ (আ.লীগ), কবির হাসান (বিএনপি), সানোয়ার হোসেন (কৃষক শ্রমিক জনতা লীগ), এসএম শাইফুল ইসলাম শামীম (স্বতন্ত্র), এম এ সবুর (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গজারিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আবদুল মান্নান মিঞা (আ.লীগ), গোলাম মোস্তফা (বিএনপি), বাদল মিয়া (কৃষক শ্রমিক জনতা লীগ), নূরুজ্জামান তালুকদার(স্বতন্ত্র), মফিজুল ইসলাম (স্বতন্ত্র), শামসুল আলম ইব্রাহিম খান (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গজারিয়া ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন এবং সাধারণ সদস্য পদে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।