নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জরিনা আক্তার (৩৮) ও আবদুস সালাম সলু (৫৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে ৬মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সখীপুর উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী সরকার রাখী এ দণ্ডাদেশ দেন। জরিনা আক্তার উপজেলার তক্তারচালা গ্রামের আবদুল বারেক মিয়ার স্ত্রী এবং আবদুস সালাম সলু হাতিবান্ধা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মৌসুমী সরকার রাখী জানান, দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটকের সময় ওই দুই ব্যবসায়ীর কাছ থেকে ২৫০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৬ মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।