ইসমাইল হোসেনঃ সখীপুরে তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার পৌরশহরের মোখতার ফোয়ারা চত্বরে অভিযান চালিয়ে ৩৫ পিচ ইয়াবা সহ ওই তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলঃ উপজেলার বড়চওনা বেলতলী এলাকার জুলহাস মিয়ার ছেলে ফারুক মিয়া (২১) লাঙ্গুলিয়া দক্ষিণপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে রাসেল আহম্মেদ (২১) এবং বাঘেরবাড়ী কোদচালা এলাকার আঃ কাদের মিয়ার ছেলে জহিরুল ইসলাম ওরফে জহু (২৮)।
সখীপুর থানার অফিসার ইনচার্জ আমির হোসেন
বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।