সাইফুল ইসলাম সানি: সখীপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ৮ টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসভার ৪নং ওয়ার্ডের বিজ্ঞানাগার এলাকার আইয়ুব আলীর একটি, গড়গোবিন্দপুর মাজারপাড় এলাকার আনোয়ার হোসেন ও আবুল হাসেমের একটি এবং উপজেলার নলুয়া বাজার এলাকর একটিসহ মোট তিনটি করাতকল উচ্ছেদ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান বলেন, বৈধ লাইসেন্স না থাকায় ওইসব করাতকল উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এসবি/সানি