
বার্তা ডেস্কঃ
সখীপুরে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দেওবাড়ী এলাকার আঃরউফ তালুকদারের ছেলে জাহিদ তালুকদার, মধ্যপাড়া এলাকার করিম মিয়ার ছেলে পারভেজ মিয়া এবং ওই এলাকার মৃতঃ বাছেদ মোল্লার ছেলে মাসুম মোল্লা। এ সময় তাদের কাছ থেকে ৩০ পুড়িয়া হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ দিকে গ্রেফতারি পরোয়ানা থাকায় অন্য এক আসামিকেও গ্রেফতার করা হয়।
সখীপুর থানার অফিসার ইনচার্জ আমীর হোসনে বলেন, গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।