ইসমাইল হোসেন: কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় টাঙ্গাইলের সখীপুর পৌরসভার তিন শতাধিক ভাতাভোগী মায়েদের মধ্যে স্বাস্থ্য সেবা জোরদার করার জন্য হেলথ্ ক্যাম্প ও প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও মৌসুমী সরকার রাখীর সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পৌরমেয়র আবু হানিফ আজাদ, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সবুর রেজা, তাহমিনা পারভিন মিনা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।