নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে তিনদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজিত মেলার উদ্বোধন করেন
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমির হোসেন। এ সময় সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আতাউল হক , বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরুজা আক্তারসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন।