নিজস্ব প্রতিবেদক: সখীপুরে জুয়া খেলার আসর থেকে পাঁচ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইছাদীঘি গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- ওই গ্রামের আবদুল আলীর ছেলে আবদুর রাজ্জাক (৪৭), খোরশেদ আলমের ছেলে মাসুদ রানা (৩৫), ওয়াজেদ আলীর ছেলে শাহজাহান চৌধুরী (৩২), ডাকাতিয়া গ্রামের আবদুর রহিমের ছেলে জুলহাস উদ্দিন (৫০) এবং একই এলাকার মোজাফর আলীর ছেলে বাজুন আলী (৩০)। এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৮’শ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘বুধবার দুপুরে ওই পাঁচ জুয়াড়িকে আদালতে পাঠানো হয়েছে।’