ইসমাইল হোসেন
সখীপুরে ৬০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বড়চওনা বিন্না খাইরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জব্বারের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে লিটন হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। এ সময় শাহজালাল নামের অপর এক ব্যবসায়ী পালিয়ে যায় বলে পুলিশ সূত্রে জানা যায়।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী লিটনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।