নিজস্ব প্রতিবেদক: সখীপুর আবাসিক মহিলা কলেজের শিক্ষক কর্মচারীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট আহমেদ আযম খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের অধ্যক্ষ এমএ রৌফ সভাপতিত্ব করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ আযম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক সোহরাব হোসেন অধ্যাপক আবদুল আলীম প্রমুখ বক্তব্য দেন।
এসময় হাতিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রহিজ উদ্দিন প্রেম সভাপতি শাকিল আনোয়ার,কলেজের ভাইস প্রিন্সিপাল জাকির হোসাইন, সখীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ইকবাল গফুরসহ কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কলেজ পরিচালনা পর্ষদের সভায় যোগ দেন।