
- নিজস্ব প্রতিবেদক: সখীপুর আবাসিক মহিলা কলেজের মেধাভিত্তিক ছাত্রী সংসদ গঠন করা হয়েছে। গত ১৪ মার্চ মঙ্গলবার কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রেনুবর রহমান ছাত্রী সংসদের ছয় সদস্যের নাম ঘোষণা করেন। ২০১৭-১৮ শিক্ষা বর্ষের নির্বাচিতরা হচ্ছেন- রিনথিয়া আক্তার (ভিপি), মোমিনা আক্তার (জিএস), সুনেত্রা রাণী (এজিএস), সাবিহা ইসলাম (ক্রীড়া সম্পাদক), সুমাইয়া খান (সাংস্কৃতিক সম্পাদিকা), কানিজ ফাতেমা সুরমা (সাহিত্য সম্পাদিকা)। অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, কলেজে ১১টি বিষয়ে স্নাতক সম্মান (অনার্স) শ্রেণি রয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বর্ষ পরীক্ষায় যে শিক্ষার্থী সবোর্”চ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয় সেই শিক্ষার্থী সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়। ¯œাতক (পাস) শ্রেণির প্রথম পর্ব থেকে দ্বিতীয় পর্বে উঠতে চূড়ান্ত পরীক্ষায় যে শিক্ষার্থী বেশি জিপিএ পেয়ে উত্তীর্ণ হয় তাকে সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত করা হয়। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উঠতে কলেজ বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়া শিক্ষার্থী সহ-সাধারণ সম্পাদক (এজিএস) নির্বাচিত হয়। এছাড়াও বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সেরা ক্রীড়াবিদ ক্রীড়া সম্পাদিকা, সাহিত্যে ও সাংস্কৃতিতে সেরা শিক্ষার্থীকে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত করা হয়।
পরীক্ষায় প্রথম হয়ে ভিপি হওয়া রিনথিয়া আক্তার বলেন, আমি রাজনৈতিক দলের ছত্রছায়ায় কিংবা পেশি শক্তি খাটিয়ে নির্বাচিত হইনি। পরীক্ষায় প্রথম হয়ে ভিপি হওয়ার মজাই আলাদা। কলেজ গভর্ণিং বডির সভাপতি সখীপুর-বাসাইলের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয় বলেন, আমার বাবা চারবারের সাবেক এমপি প্রয়াত শওকত মোমেন শাহজাহান অনেক স্বপ্ন নিয়ে কলেজটি প্রতিষ্ঠা করেছেন এবং শুরু থেকেই মেধাভিত্তিক ছাত্রীসংসদ চালু করে গেছেন। আমি সকলের সহযোগিতায় বাবার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই।