নিজস্ব প্রতিবেদক: সখীপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মোনতাজ রোডের দলীয় কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুকে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেতকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অন্যদিকে পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক নাসির উদ্দিনকে পৌর বিএনপির সভাপতি ও সাবেক সদস্য সচিব মীর আবুল হাশেমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সম্মেলনে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান প্রধান অতিথির বক্তব্য দেন। বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজুর সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, যুগ-আহবায়ক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আবুল হাশেম প্রমুখ বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায়ের লক্ষ্যে বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করছে। আন্দোলনকে বেগবান ও চূড়ান্ত বিজয় অর্জনের জন্য সংগঠনকে শক্তিশালী করতে সারাদেশের মতো সখীপুরেও সফল সম্মেলন আয়োজন করা হয়েছে।
