
ইসমাইল হোসেন
সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশায় প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ। মঙ্গলবার বিকেলে সখীপুর প্রেসক্লাব মিলানয়তনে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তিনি নিজের প্রার্থীতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে বহুরিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া সেলিম, সখীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সাবেক সদস্য মানিক মিয়া, বহুরিয়া ইউনিয়ন আ.লীগের সভাপতি সরকার নূরে আলম মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির সরকার, আফজাল হোসেন প্রমুখ বক্তব্য দেন। এ সময় অন্যদের মধ্যে প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সখীপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যাপক এসএম কায়সার আহমেদ, উপজেলা আ.লীগের সদস্য ডিএম চাঁন মাহমুদ,আলহাজ এসএম ইব্রাহিম, পৌর কাউন্সিলর মো. সহিদুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।