ইসমাইল হোসেনঃ
সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আবাসিক মহিলা কলেজের অধ্যাপক নজরুল ইসলাম খান চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। বুধবার সকালে সখীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে নজরুল ইসলাম বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেব।