ইসমাইল হোসেনঃ
সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী-লীগের সিনিয়র সহ-সভাপতি ও আবাসিক মহিলা কলেজের অধ্যাপক রফিক-ই-রাসেল চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন।
শনিবার বিকেলে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় দাড়িয়াপুর ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়ার সভাপতিত্বে উপজেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি আতিকুর রহমান দুলাল, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম মেছের উদ্দিন মিয়া, দাড়িয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান আনসার আলী আসিফ, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান গোলাম ফেরদৌস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম শামিম, অধ্যাপক রফিক-ই-রাসেলের সহধর্মীণি ডা. শাহনাজ বেগম নাজ প্রমুখ বক্তব্য দেন।
সভায় দাড়িয়াপুর ও বহেড়াতৈল ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা অধ্যাপক রফিক-ই-রাসেলকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বক্তব্যে রফিক-ই-রাসেল বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেব।