ইসমাইল হোসেনঃ

চতুর্থ ধাপে টাংগাইলের সখীপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল লেবুর নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। লেবু সাবেক সংসদ সদস্য প্রয়াত কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের অনুজ এবং সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়ের চাচা।
এ দিকে লেবুর মনোনয়নের পাওয়ার খবর ছড়িয়ে পড়লে তাঁর সর্মথকরা রাতেই আনন্দ মিছিল বের করে। পাঁচ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শুরু হচ্ছে আগামী ১০ মার্চ ৮৭ উপজেলায় ভোটগ্রহণের মধ্য দিয়ে। চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে ৩১ মার্চ।
