বার্তা ডেস্কঃ
আসন্ন সখীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়নের জন্য কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডে ৩ জনের নাম পাঠিয়েছে জেলা আওয়ামী লীগ।
জেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, গত শুক্রবার (১ ফেব্রুয়ারি) জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ সভা করে উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের মধ্য থেকে ওই ৩ জনের নাম চূড়ান্ত করেন।
এরা হলেনঃ বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শওকত সিকদার, সহসভাপতি রফিক-ই-রাসেল এবং সদস্য ও বোয়ালী কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ।
মনোনয়ন প্রার্থীদের নাম পাঠানো প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) জানান, উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।