নিজস্ব প্রতিবেদকঃ
সখীপুর উপজেলা যুবমহিলা লীগের কমিটি গঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার বিকেলে উপজেলা আ.লীগের কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এ সময় কলিয়া স্মৃতি সংসদের সভাপতি জুয়েল সরকারের আকস্মিক মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে উপজেলা যুবমহিলা লীগের সভাপতি সানজিদা শারমিনের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, উপজেলা মহিলা আ. লীগের সভাপতি
মোসলিমা খাতুন, সাধারণ সম্পাদক রিতা আক্তার, পৌর মহিলা আ.লীগের সভাপতি তাসমিনা আক্তার শিল্পি, সাধারণ সম্পাদক আরজিনা আক্তারসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধায়নে ছিলেন স্থানীয় সংসদ সদস্যা এডভোকেট জোয়াহেরুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা ও যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ডা. জাকিয়া ইসলাম।