ইসমাইল হোসেনঃ
সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ক্যাম্পাসে মঙ্গলবার মোটরসাইকেল,বাইসাইকেল, জেনারেট ও রোগীবহনের ট্রলী রাখার জন্য গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে গ্যারেজটি নির্মাণ করা হয়। গ্যারেজটি উদ্বোধন করেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, উপজেলা নির্বাহী অফিসার মো.আমিনুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বেলায়েত হোসেনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
ডা.বেলায়েত হোসেন বলেন,মোটরসাইকেল,বাইসাইকেল চুরি রোধে এ গ্যারেজটি নির্মাণ করা হয়েছে এবং সার্বক্ষনিক একজন পাহারাদার উপজেলা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হবে।