নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস প্রতিরোধে দরিদ্রদের জন্যে খাদ্য সহায়তার হাত বাড়িয়েছে সখীপুর করোনা আপডেট ও সচেতনতা গ্রুপ। বুধ ও বৃহস্পতিবার গ্রুপের সদস্যরা ১৭৫ টি অসহায় দরিদ্র ও শ্রমজীবী মানুষের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা দেন। চাল ডাল আলু, পেঁয়াজ, লবণ ও তেল সম্বলিত প্যাকেট গ্রুপের সদস্য চিকিৎসক তৌহিদা ত্বন্বী, শিক্ষানবিশ আইনজীবী শেখ হাসনাত, কামরুল হাসান, রবিন, আসিফসহ অন্য সদস্যরা অসহায়দের হাতে তুলে দেন।

চিকিৎসক তৌহিদা ত্বন্বী বলেন, আমাদের গ্রুপের সদস্যদের অনুদান থেকে এ সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো সহায়তা দেওয়া হবে। অসহায়দের পাশে থাকা সকলের দায়িত্ব। যাঁরা সাময়িক সমস্যায় পড়েছে তাঁরা আমাদেরই ভাই-বোন, আমাদের প্রতিবেশি ও স্বজন।