নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর ডায়াবেটিক সমিতির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সখীপুর ঢাকা সড়কের পিচের মাথা এলাকায় সমিতির নিজস্ব কার্যালয় প্রাঙ্গণে এ সমিতির কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ জোয়াহেরুল ইসলাম উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি কাজে ঢাকা অবস্থান করায় তিনি উপস্থিত হতে পারেননি। সখীপুর ডায়াবেটিক সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (অব.) আমির উদ্দিন, সাবেক সাংসদ অনুপম শাহজাহান জয়, স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা, সখীপুর পৌরসভার মেয়র আবুহানিফ আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শওকত শিকদার, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া, সখীপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মেছের উদ্দিন প্রমুখ। সখীপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মেছের উদ্দিন বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি (বারডেম) এর এটি শাখা সমিতি। আমাদের এ শাখায় বর্তমানে ২৩০ ব্যক্তি ১০ হাজার টাকা করে দিয়ে আজীবন সদস্য হিসেবে নিবন্ধন করেছেন। এখানে সমিতির সদস্যরা অল্প খরচে রক্ত, পোস্রাব পরীক্ষাসহ ডায়াবেটিকের রোগীরা নানা সেবা পাবেন।