নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের প্রভাব মোকাবেলায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সখীপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়। সোমবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইউম হোসাইন, সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল হক মল্লিকসহ অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষক কাইউম হোসাইন জানান, দরিদ্রদের মাঝে ১০ কেজি চাল ১ কেজি ডাল, ২ কেজি আলু ও ১ লিটার তেল বিতরণ করা হয়।