নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর পৌরসভার অর্থায়নে ও সার্বিক সহযোগিতায় পৌর শহরের জনগুরুত্বপূর্ণ এলাকায় মরণব্যাধী করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়। শুক্রবার সকালে মুখতার ফুয়ারা চত্ত্বরে পৌর মেয়র আবু হানিফ আজাদ এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র রফিকুল ইসলামসহ পৌরসভার অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। উল্লেখ্য গত কয়েক দিন যাবৎ করোনা ভাইরাস প্রতিরোধে সখীপুর উপজেলা প্রশাসনের নির্দেশে সখীপুরের প্রায় পাঁচ লক্ষাধিক মানুষ হোম কোয়ারেন্টিনে আছে। সখীপুর পৌরসভার অর্থায়নে পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ১৫ টি হাত ধোয়ার বেসিন বসানো হয়েছে। এছাড়াও পৌরসভার জনসাধারণের মাঝে প্রায় ৬০০ মাস্ক, এবং ২ হাজার করোনাভাইরাস প্রতিরোধক প্রচারপত্র জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে। সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, সখীপুর পৌরবাসীকে মরণব্যাধী করোনা ভাইরাস থেকে রক্ষা করার জন্য আমরা পৌরসভার পক্ষ থেকে মাস্ক, প্রচারপত্র বিতরণ করেছি। শুক্রবার সকালে পৌরসভার অর্থায়নে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সখীপুর ফায়ার সার্ভিসের সহযোগিতায় জীবাণুনাশক স্প্রে করেছি। যাতে সখীপুর পৌরসভার জনগণ নিরাপদে জীবনযাপন করতে পারে। পৌরসভার পক্ষ থেকে আমরা পৌরবাসীকে করোনা ভাইরাস প্রতিরোধে সকল প্রকার নিরাপত্তা প্রদান করবো।