নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৫ এপ্রিল) সকালে পৌর কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে মো. হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. মাসুদ রানা প্যানেল ১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
এসোসিয়েশনের ১৭টি পদের মধ্যে অন্যান্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় শুধুমাত্র সভাপতি-সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পৌরসভার ৩০ জন কর্মকর্তা-কর্মচারী ভোটদানে অংশ নেয়।
নির্বাচন পরিচালনা করেন পৌরসভার সচিব মো. কামরুল হাসান, প্রকৌশলী মাহবুবুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুল হক, কর আদায়কারী কর্মকর্তা মো. বাদশা মিয়া, সহকারী কর আদাইকারী মোয়াজ্জেম মজনু।
এ নিয়ে পঞ্চম বারের মতো সভাপতি পদে নির্বাচিত হলেন মো. হুমায়ুন কবির।
–এসবি/সানি