
নিজস্ব প্রতিবেদক: সখীপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র আবু হানিফ আজাদ এক সংবাদ সম্মেলনে ১৫ কোটি ১০ লাখ ৫৮ হাজার ১৫৬ টাকার বাজেট ঘোষণা করেন। বাজেটে নতুন কোনো কর ধরা হয়নি। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।