- নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেসক্লাবের এক বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১ বৈশাখ শুক্রবার বিকেলে উপজেলা উন্নয়ন ও প্রশিক্ষণ মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়। তবে ওই সভায় দ্বিতীয় বছরের জন্যে সভাপতি ও সাধারণ পদে আরও দু’জনের নাম ঘোষণা করা হয়েছে। প্রথম বছরে কালের কন্ঠের সখীপুর প্রতিনিধি শাকিল আনোয়ার সভাপতি ও সমকালের সখীপুর প্রতিনিধি এনামুল হক কে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে প্রথম আলোর সখীপুর প্রতিনিধি ইকবাল গফুর সভাপতি ও ইত্তেফাকের সখীপুর সংবাদদাতা মামুন হায়দারকে নিয়ে দ্বিতীয় বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। সখীপুর প্রেসক্লাবের দুইটি পৃথক কমিটিকে একত্রিত করে টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এ কমিটি ঘোষণা করেন। এ সময় তিনি এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলেও জানান। স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী সরকার রাখী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, সখীপুর থানার ওসি মাকছুদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম ও গণি, অধ্যক্ষ রেনুবর রহমান, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুলফিকার হায়দার কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি কামনাশীষ শেখর, সমকালের জেলা প্রতিনিধি আবদুর রহিম মোল্লা, এটিএন বাংলা ও নিউজের জেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, সখীপুর বাজার বণিক সমিতির সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।