

নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক কালের কণ্ঠ’র উপজেলা প্রতিনিধি শাকিল আনোয়ার সভাপতি ও সমকালের এনামুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার কিকেলে প্রেস ক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। একাধিক প্রতিদ্ব›িদ্ব থাকায় পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি মতিউর রহমান (সংবাদ প্রতিদিন), তাইবুর রহমান (নয়াদিগন্ত), যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম সানি (বাংলাদেশের খবর), আনোয়ার কবির (আমার দেশ), অর্থ-সম্পাদক জুয়েল রানা (দৈনিক জনতা)। এর আগে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিতরা হলেন- সাহিত্য-সাংস্কৃতিক সম্পাদক জুলহাস গায়েন (দৈনিক সংবাদ), ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন (আলোকিত বাংলাদেশ) ও দপ্তর সম্পাদক পদে আল-রাজিব (ভোরের ডাক)।
নির্বাচনে প্রেসক্লাবের ২১ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় ইউএনও মো. আমিনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, ওসি আমির হোসেন, এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
