ইসমাইল হোসেনঃ
সখীপুরে ‘সখীপুর প্রেসক্লাব’র নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের প্রধান অতিথি হিসেবে এ ভবনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রেসক্লাব মিলনায়াতনে প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুরের সভাপতিত্বে দোয়া ও আলোচনাসভায় টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-০৮ আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয়, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাব সাংবাদিক কল্যাণ তহবিলের সভাপতি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ইফতেখাইরুল অনুপম, অধ্যক্ষ সাঈদ আজাদ, কালিয়া ইউপি চেয়ারম্যান এসএম কামরুল ইসলাম হারেজসহ সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।