সাইফুল ইসলাম সানিঃ ঈদ পরবর্তী আড্ডায় বৃহস্পতিবার সন্ধ্যায় মিলনকেন্দ্রে পরিণত হয়েছিলো সখীপুর প্রেসক্লাব। সাংবাদিকদের সঙ্গে মনোমুগ্ধকর আলাপচারিতায় মেতেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দেওয়ান মাহবুবুর রহমান বাদল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, সাংবাদিক ও কলামিস্ট ড. হারুন রশীদসহ উপজেলার একঝাঁক কৃতি সন্তান। প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সকলেই ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সখীপুর বার্তার পাঠকদের জন্য ঈদ আড্ডার কয়েক স্থিরচিত্র পোস্ট করা হলো।