
নিজস্ব প্রতিবেদক: সখীপুর প্রেসক্লাবের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে প্রধান অতিথি হিসেবে সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার। সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এসএম রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সরকারি সাদত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আলীম মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) আরিফা সিদ্দিকা, অফিসার ইনচার্জ মো. মাকছুদুল আলম, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান মো. গোলাম ফেরদৌস, নাট্যজন আলী হাসান, উপজেলা ইন্সট্রাক্টর আব্দুস সোবহান, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে সংক্ষিপ্তভাবে অতিথিরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এর আগে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হায়দারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা অতিথিদের অভ্যর্থনা জানান।