নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম। প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর এতে সভাপতিত্ব করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড. জাফর আহাম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ,বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাঈদ আজাদ,সখীপুর পি এম পাইলট (গভঃ) স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন, কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন, বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন ডা.শাহনাজ বেগম নাজ, ডা.শাহিনুর আলম প্রমুখ। এছাড়াও উপজেলা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।