নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরে পাঁচ দিনব্যাপী বই মেলায় ৫২ কবির কবিতা পাঠ ও কবি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ডাক বাংলো মাঠে এ কবিতা পাঠের আসরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপার ওপার বাংলার কবি মাহমুদ কামাল। চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদের সভাপতিত্বে টাঙ্গাইলের কয়েকটি উপজেলার ৫২ জন কবি কবিতা পাঠ করেন। উল্লেখযোগ্য কবি আযাদ কামাল, কবি কুশল ভৌমিক, অধ্যাপক মোসলিমা খাতুন, কবি বাদল মাহমুদ, অধ্যাপক বাবুল আকতার, নাট্যজন আলী হাসান, প্রভাষক মোজাম্মেল হক সজল, প্রভাষক শরীফুল ইসলাম হান্নান, ছড়াকার কাশিনাথ মজুমদার পিংকু, কবি বিষ্ণু পদ শীল, কবি বুলবুল আহমেদ, কবি নুসরাত জাহান মিনা প্রমুখ।