নিজস্ব প্রতিনিধি: সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিত লিমিটেডের ২৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম, পৌর মেয়র আবু হানিফ আজাদ, আওয়ামী লীগের সভাপতি শওকত সিকদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, প্রফেসর আলীম মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ বক্তব্য দেন। এ সময় সহস্রাধিক বণিক উপস্থিত ছিলেন।