- নিজস্ব প্রতিবেদক: সখীপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ওইদিনই গণনা শেষে রাত সাড়ে এগারোটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, সমিতির ১ হাজার ৩০৬ জন ভোটারের মধ্যে ১ হাজার ২০৪ জন বণিক ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৫৬৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তাহেরুল ইসলাম ইয়ারুম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খলিলুর রহমান পেয়েছেন ৪৬০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৩৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম লেবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মীর্জা লুৎফর রহমান লিটন পেয়েছে ৩৩০ ভোট। নির্বাচিত অন্য পদের প্রার্থীরা হলেন- সহ-সভাপতি পদে বিল্লাল হোসেন (৬৯০ ভোট), সহ-সাধারণ সম্পাদক পদে রোমেজ উদ্দিন (৪৫৩ ভোট), কোষাধ্যক্ষ পদে মো, আসাদুজ্জামান ( ৬৭০ ভোট), সাংগঠনিক সম্পাদক পদে মো. মতিন মিয়া (৬০৯ ভোট) এবং দপ্তর সম্পাদক পদে আবদুস ছামাদ মিয়া (৫৯৪ ভোট) নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৯টি কার্যকরি পরিষদ পদের বিপরীতে বিভিন্ন পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে প্রচার সম্পাদক পদে শ্রী হরিপদ ঘোষ ও ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান ডালিম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সখীপুর উপজেলা সমবায় অফিসার খোদেজা খানম প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

