
ইসমাইল হোসেনঃ
সখীপুর থেকে প্রকাশিত জনপ্রিয় ও নন্দিত সাপ্তাহিক “সখীপুর বার্তার” ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। “সখীপুর বার্তা” সম্পাদক শাকিল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুর রহমান, ওসি আমীর হোসেন, ওসি(তদন্ত) লুৎফুল কবীর, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান শরিফ পান্না, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক মামুন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকসহ সখীপুর বার্তার” সাথে সম্পৃক্ত সকলেই উপস্থিত ছিলেন। এ সময় ভাষা প্রেমী আলেয়া ফেরদৌসকে সন্মাননা দেওয়া হয়।