নিজস্ব প্রতিবেদকঃ করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ২০০০ শ্রমজীবী মানুষকে খাদ্য সহায়তা দিলেন সখীপুর-বাসাইলের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়। বুধ ও বৃহস্পতিবার দু’টি উপজেলায় দরিদ্রদের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়। আ.লীগের তৃণমূলের নেতাকর্মীরা পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক প্যাকেট লবণ ও একটি সাবানসহ খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেন।
অনুপম শাহজাহানের জয়ের চাচা সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু তাঁর পক্ষে ত্রাণ বিতরণে অংশ নেন।অনুপম শাহজাহান জয় বলেন,করোনাভাইরাসের এই মহাদুর্যোগে কর্মহীন অসহায় মানুষের জন্য সামান্য সহযোগিতার চেষ্টা করেছি। এ সহযোগিতা অব্যাহত থাকবে।