সাইফুল ইসলাম সানি: করোনাভাইরাস নিয়ে সৃষ্ট সঙ্কট মোকাবেলায় দরিদ্রদের মাঝে একমাসের সম্মানী ভাতা বিতরণ করবেন বলে ঘোষণা দিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম। আগামী মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা সখীপুর ও বাসাইল উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্রদের মাঝে এ অর্থ বিতরণ করা হবে।
গণজমায়েত নিষিদ্ধ থাকায় বিতরণের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতা নেওয়া হবে।
এ বিষয়ে সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম বলেন, আমার সম্মানী ভাতা থেকে ১ লাখ ৫০ হাজার টাকা গরীব দুঃখী হত দরিদ্র মানুষের মাঝে বিতরণের ঘোষণা দিয়েছি। একই সঙ্গে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর উপর আস্থা রেখে চলমান সঙ্কটে মানুষকে ধৈর্য ধরার আহ্বান করেন। এসময় তিনি দরিদ্রদের জন্যে সমাজের বিত্তবানদের সাহায্যের হাত প্রসারিত করারও আহবান জানান।
এসবি/সানি