নিজস্ব প্রতিবেদক: সরকারি নির্দেশনার অংশ হিসেবে মুজিববর্ষ উপলক্ষে পল্লীবিদ্যুতের ৩৩ কেভি লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার (১ ফেব্রুয়ারি) সমগ্র বাসাইল ও সখীপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী শওকাতুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রতিমা বংকী পল্লীবিদ্যুৎ উপ-কেন্দ্র -এর আওতায় পল্লী বিদ্যুতের ৪টি ফিডার ও পিডিবি’র ১টি ফিডার বন্ধ থাকবে। সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
এসবি/সানি