নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ও ডেসকোর পরিচালক প্রকৌশলী আতাউল মাহমুদ সখীপুর ও বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) দিয়েছেন। আতাউল মাহমুদের পক্ষে বৃহস্পতিবার ছাত্রনেতা আহমেদ কামাল সখীপুর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের জন্য ১২টি ও বাসাইলের জন্য ১৫টি পিপিই কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
মুঠোফোনে প্রকৌশলী আতাউল মাহমুদ বলেন, সখীপুর ও বাসাইলের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা দায়িত্ববোধ থেকে চিকিৎসকদের জন্য পিপিই দেওয়া হয়েছে। যাতে চিকিৎসকরা সুস্থ থেকে মানুষকে চিকিৎসা সেবা দিতে পারেন।
-এসবি/সানি