18 C
Dhaka
Thursday, January 23, 2025

সখীপুর আবাসিক মহিলা কলেজে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুর উপজেলার একমাত্র নারী...

সখীপুরে ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার

জাহিদ হাসান: টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮)...

লাবীব গ্রুপে এসএসসি ও এইচএসসি পাশে নিয়োগ, সখীপুরবাসীর অগ্রাধিকার

নিজস্ব প্রতিবেদক: লাবীব গ্রুপের সিস্টার কনসার্ন Excel...

সখীপুর বেইলী সেতুর পাটাতন ভেঙে ভারি যান চলাচল বন্ধ

সখীপুরসখীপুর বেইলী সেতুর পাটাতন ভেঙে ভারি যান চলাচল বন্ধ

 

ইসমাইল হোসেন

সখীপুর বাটাজোর সড়কে কীর্ত্তনখোলা ধুমখালি এলাকায় বেইলী সেতুটির একটি পাটাতন ভেঙে পড়ায় দুই সপ্তাহ ধরে ওই সড়কে ভারীযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত দুই সপ্তাহ আগে জরাজীর্ণ ওই সেতুটির একটি পাটাতন ভেঙে পড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন সড়কে চলাচলকারী সাধারণ যাত্রী ও ট্রাকযোগে পণ্যসামগ্রী আনা লোকজন।
স্থানীয় ও এলজিইডি কার্যালয় সূত্র জানায়, সখীপুর থেকে ময়মনসিংহ সদর, ভালুকা, গফরগাঁও, গাজীপুরের শ্রীপুর ও মাওনা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। এছাড়া সখীপুর থেকে রাজধানী শহর ঢাকা যাতায়াতের বিকল্প সড়কও এটি। প্রতিদিন ওই সড়কে ট্রাক, প্রাইভেট, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশাসহ হাজার খানেক যান চলাচল করে। তাছাড়া ভালুকা থেকে পূর্বাঞ্চলের লোকজনের সখীপুর আসার একমাত্র সড়ক এটি। সেতুটি ভেঙে পড়ায় ওইসব এলাকার হাজার হাজার লোক চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
সড়কে নিয়মিত চলাচলকারী রফিকুল ইসলাম জানান, ‘কমপক্ষে ২০-২৫ বছর আগে ব্রিজটি নির্মিত হয়েছে বর্তমান এর অবস্থা খুবই জরাজীর্ণ। শিগগিরই নির্মাণ করা না হলে যে কোনো মুহুর্তে প্রাণহাণির মত ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।’
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ওই ব্রিজটি ভেঙ্গে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হয়েছে। আশা করছি, জুন মাসের মধ্যেই অনুমোদন পাব। অন্যদিকে শিগগিরই পুরাতন সেতুর ভেঙে যাওয়া পাটাতনটি সংস্কার করে দ্রæত সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা চলছে।

 

 

Check out our other content

Check out other tags:

Most Popular Articles