নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউএনও ও গভর্ণিং বডির সভাপতি মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নবীন ও তরুণ প্রজন্মের শিক্ষার কোন বিকল্প নাই। আগামীতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারিগর হচ্ছে আজকের প্রজন্ম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এমএ রাজ্জাক বিএসসি। এছাড়াও আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, যাদপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, গভর্ণিং বডির সদস্য শফিকুর রহমান ও অধ্যক্ষ সাঈদ আজাদ। আলোচনার আগে নবীন ছাত্রছাত্রীদের ফুলে ফুলে বরণ করে নেওয়া হয়। সন্ধ্যায় দেশবরেণ্য কণ্ঠশিল্পীদের গানে গানে মিলন মেলায় পরিণত হয়।এসবি/ইসমাইল