নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর ব্লাড ডুনেশন ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কলেজ,বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল তরুনের হাত ধরে কয়েক বছর ধরে যাত্রা শুরু করে সখীপুর ব্লাড ডুনেশন ক্লাব নামের এই সংগঠন। করোনা ভাইরাসের প্রভাবে দরিদ্র মেহনতি মানুষের জীবনযাপনে ব্যাঘাত ঘটছে। গরীব অসহায় হতদরিদ্র মানুষদের সহযোগিতার জন্য সখীপুর ব্লাড ডুনেশন ক্লাবের সিনিয়র সদস্য ও কিছু স্বেচ্ছাসেবকদের নিয়ে উপজেলা কালিয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে ও বহুরিয়া ইউনিয়নের কালিদাস গ্রামের ১০৩জন অসহায় দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সখীপুর ব্লাড ডুনেশন ক্লাবের প্রতিষ্ঠাতা ওবায়দুল হক শাওন, সিরাজুস সালেকীন সিফাত, মেহেদি হাসান, মশিউর আলিফ ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শান্তসহ সংগঠনের বেশ কয়েকজন সদস্য স্বেচ্ছাসেবক। সখীপুর ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর আলিফ বলেন, করোনা ভাইরাসের প্রভাবে হতদরিদ্ররা অসহায় জীবনযাপন করছে। সংগঠনের পক্ষ থেকে দরিদ্রদের জন্যই আমাদের এই ত্রাণ সহায়তার ব্যবস্হা করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।