নিজস্ব প্রতিবেদকঃ সখীপুরের বড়চওনা-মরিচা-জিতাশ্বরী সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী রশীদিয়া দাখিল মাদ্রাসা মাঠে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ইউপি সদস্য এছাক আলীর সভাপতিত্বে রাস্তার কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড.জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের। এসময় উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, শিক্ষাবিদ প্রফেসর আলীম মাহমুদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, প্রিন্সিপাল কেবিএম খলিলুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন, ইউসিসিএ চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, ইউনিয়ন আ. লীগের সাবেক যুগ্ম আহব্বায়ক শেখ ফরিদুজ্জামানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, রাজনীতিক, শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। অন্যদিকে ওই ইউনিয়নের ঢনঢনিয়া ছোটচওনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এমপি জোয়াহেরকে সংবর্ধনা দেওয়া হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ করেন এ সময়ের আলোড়ন সৃষ্টি কারী শিল্পী ফকির সাহেব।