নিজস্ব প্রতিবেদক: সখীপুর মাইক্রো বাস ও প্রাইভেট কার মালিক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার পৌরসভার জেলখানা মোড় এলাকার আল-মদিনা সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে সমিতির কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেল ইসলাম ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার লেবুকে উপদেষ্টা করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে পৌর মেয়র ও বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ফজলুল হক, কাজী শহীদ, হারুন আল মামুন, আক্তার হোসেন জজ, নাসির আহমেদ রুমী ও সাইফুল ইসলাম সানি। আলোচনা সভায় মাইক্রো বাস ও প্রাইভেট কারের শতাধিক মালিক উপস্থিত ছিলেন। এসময় ঐতিহ্যবাহী এ সমিতিকে ঢেলে সাজাতে আহ্বায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। সভায় গঠনতন্ত্র প্রণয়ন, নতুন সদস্য ভর্তি, ভোটার তালিকা হালনাগাদসহ নানা বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।
SB/SUNNY