ইসমাইল হোসেনঃ সখীপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির (বাশিস) উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত সখীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে টানা ৩য় বারের মতো গোহাইলবাড়ী আবদুল গণি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শহীদুল ইসলাম ৩৩৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সখীপুর পিএম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কাইউম হোসাইন পেয়েছেন ২৭৮ ভোট। অন্যদিকে ৩৩৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইব্রাহিম খলিল নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছোট মৌষা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল হামিদ পেয়েছেন ২৭৬ ভোট। নির্বাচনে রিটার্নিং অফিসারের দ্বায়িত্বে থাকা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মীর মনিরুজ্জামান ফলাফল ঘোষণা করেন।