নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে দুই শতাধিক দরিদ্রের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দরিদ্রদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু। এসময় পৌর মেয়র আবু হানিফ আজাদ, মার্কেট মালিক সমিতির সভাপতি জাহিদ ইকবাল জাহাঙ্গীর, সহ-সভাপতি কামরুল হাসান আজাদ, সাধারণ সম্পাদক তারেক সিরাজ সকল সদস্য উপস্থিত ছিলেন।
জানা যায়, সখীপুর মার্কেট মালিক সমিতির পক্ষ পৌরসভার থেকে দুই শতাধিক দরিদ্রের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ ও একটা বল সাবান দেওয়া হয়। মার্কেট মালিক সমিতির সভাপতি জাহিদ ইকবাল জাহাঙ্গীর বলেন, আমাদের সখীপুর মার্কেট মালিক সমিতির পক্ষ পৌরসভার দুইশতাধিক দরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। তিনি দেশের এ দুর্যোগে বিত্তশালী সকলকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।