নিজস্ব প্রতিবেদকঃ সখীপুর শহর ছাত্রলীগের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়াও সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, হেক্সিসল বিতরণ করা হয়। শনিবার সকালে শহর ছাত্রলীগের একটি দল পৌরসভার বিভিন্ন এলাকায় এ সেবামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে শহর ছাত্রলীগের সভাপতি তানভির সেলিম, সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সাগর, সহসভাপতি জুয়েল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ আলি, প্রচার সম্পাদক রেজভি শিকদার শান্ত ও দপ্তর সম্পাদক সুরুজ আহমেদসহ শহর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেয়। শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সাগর জানান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ মতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে তারা এ কার্যক্রম করছেন। তাদের কার্যক্রম কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশ মতে অব্যাহত থাকবে।