নিজস্ব প্রতিবেদকঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কন্যা ব্যারিস্টার কুঁড়ি সিদ্দিকী করোনা প্রতিরোধে সখীপুর ও বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের জন্যে ১০টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) ও ৫০০ হ্যান্ডগ্লাভস দিয়েছেন। বৃস্হপতিবার সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহানের হাতে দলটির পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন এ সামগ্রী তুলে দেন। স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ নেতা দুলাল হোসেন, আলমগীর সিদ্দিকী, আশিক জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় আবাসিক মেডিক্যাল অফিসান শাহীনুর আলম উপস্থিত ছিলেন। বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ টি পিপিই ও ৫০০ হ্যান্ডগ্লাভস্ প্রদান করা হয় বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়। আবু জাহিদ রিপন বলেন, দেশের দুর্যোগে ব্যক্তিগতভাবে সখীপুর বাসাইলের মানুষের কথা ভেবে কুঁড়ি সিদ্দিকী এই সামগ্রী পাঠিয়েছেন।