নিজস্ব প্রতিবেদক: “ঘরে থাকো, সুস্থ থাকো, পরিবারকে সুস্থ রাখো” -এই শ্লোগান বাস্তবায়ন করতেই বিকল্প শিক্ষার উদ্যোগ নিয়েছে সরকারি মুজিব কলেজ। মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) -এর হানায় বিশ্ব নতজানু। বিশ্বজুড়ে চলছে লকডাউন, বন্ধ হয়ে গেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। কলেজ বন্ধের এই সময়ে শিক্ষার্থীরা যাতে পড়াশোনা চালিয়ে নিতে পারে সেজন্যে টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজ ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছে। বিষয়ভিত্তিক শিক্ষকগণ ক্লাস নিচ্ছেন অনলাইনে। শিক্ষার্থীদের সুবিধার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এসব ক্লাস পরিচালনা ও আপলোড হচ্ছে নিয়মিত।

সরকারি মুজিব কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আলীম মাহমুদ সখীপুর বার্তাকে জানান, সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি এখন প্রায় সকল শিক্ষার্থীর কাছেই বেশ জনপ্রিয়। তাই কলেজের নিজস্ব ফেসবুক পেইজ (সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল) ব্যবহার করে ক্লাস পরিচালনা হচ্ছে। শিক্ষকগণ তাদের লেকচার ভিডিও আকারে পেইজে পোস্ট করছেন। শিক্ষার্থীরা তা নিয়মিত দেখছে। শিক্ষা বিষয়ক কোন প্রশ্ন থাকলে শিক্ষার্থীরা ইনবক্সে প্রশ্ন করছে, সংশ্লিষ্ট শিক্ষক প্রশ্নের উত্তর দিচ্ছেন। এছাড়াও রয়েছে পেইজ লাইভে ক্লাস। বিষয় ভিত্তিক শিক্ষক লাইভে এসে ক্লাস নিচ্ছেন, শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারছে। শিক্ষকগণ সাজেশন তৈরি করে দিচ্ছেন, শিক্ষার্থীরা সঠিক নির্দেশনা পাচ্ছেন। রিয়াক্ট, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ছদরুদ্দীন আহমদ জানান, করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেজন্যই নেয়া হয়েছে এ উদ্যোগ। তিনি বলেন, লকডাউন শেষ হয়ে গেলে পরীক্ষা শুরু হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ড থেকে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সকল শিক্ষার্থীকে কলেজের ফেসবুক পেইজে লাইক দিয়ে সম্পৃক্ত থেকে ক্লাসগুলো দেখার আহ্বান জানান তিনি।
সরকারি মুজিব কলেজের ফেসবুক পেইজের লিংক:
–এসবি/সানি